Arjun Tendulkar: পাচ্ছেন না দলে সুযোগ, মুম্বই ছেড়ে এবার গোয়ার পথে সচিন তেন্ডুলকরের পুত্র

Updated : Aug 19, 2022 14:25
|
Editorji News Desk

ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারের (Sachin Tendulakr) পুত্র তিনি। অথচ, তা সত্ত্বেও, দলে জায়গা পাচ্ছেন না অর্জুন তেন্ডুলকর (Arjun Tendulkar)। এবার তাই মুম্বই ছেড়ে গোয়ার পথে পা বাড়াচ্ছেন সচিন-পুত্র।

২২ বছর বয়সি এই বাঁহাতি পেসার (Arjun Tendulkar)বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য়। তিন বছর মুম্বইয়ের সঙ্গে থাকলেও এখনও পর্যন্ত মাঠে নামেননি। ২০২০-২১ মরশুমে ঘরোয়া ক্রিকেটে তিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে দুটো ম্যাচ( Arjun Tendulkar is set to play for Goa) খেলেছিলেন। হরিয়ানা ও পন্ডিচেরির বিরুদ্ধে খেলেছিলেন। ২২ বছর বয়সে অর্জুন এখনও সেভাবে ঘরোয়া ক্রিকেট বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে পারেননি। জাতীয় দলেও তিনি সুযোগ পাননি। যার প্রধান কারণ ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পাওয়া।

আরও পড়ুন: ইন্ডাস্ট্রিতে পরমব্রত বোন পাতালেন? এই রাখিতে দাদার কত পকেট খসল?

তাই অর্জুন (Arjun Tendulkar wans to move) সিদ্ধান্ত নিয়েছেন, আগামী মরসুমে গোয়ার হয়ে খেলবেন তিনি। সেই মর্মে এমসিএর কাছে নো অবজেকশন চেয়ে আবেদনও করেছেন জুনিয়র তেন্ডুলকর।

এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্টের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) কেরিয়ারের এই সময় মাঠে নেমে খেলাটাই সবচেয়ে জরুরি। আমাদের মনে হয়, যদি অন্য কোনও দলের হয়ে অর্জুন খেলতে নামে, তাহলে ওর খেলার উন্নতি হবে। পেশাদার ক্রিকেটে আরও বেশি করে খেলার সুযোগ পাবে।”

অন্যদিকে, গোয়া ক্রিকেট সংস্থার সভাপতি জানিয়েছেন, ‘আমরা একজন বাঁ হাতি পেসার খুঁজছিলাম। এমন একজন যে, মিডল অর্ডারে ব্যাট হাতেও ভরসা দিতে পারবে। সে কারণেই অর্জুনকে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাক মরসুম প্রস্তুতির জন্য কিছু ম্যাচ হবে। অর্জুনও খেলবে। পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ওর বিষয়ে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা'।

উল্লেখ্য, সুনীল গাভাসকরের পুত্র রোহন গাভাসকরও অন্য রাজ্যের হয়ে খেলেছেন। মাত্র ১৮ বছর বয়সেই বাংলা ক্রিকেট সংস্থার হয়ে খেলা শুরু করেন রোহন। বাংলার অন্যতম সফল ক্রিকেটার হিসেবেই কেরিয়ার শেষ করেছিলেন রোহন।

Arjun TendulkarCricketSachin TendulkarmumbaiGoa

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও