বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচকে ঢেলে সাজানোর জন্য রীতিমতো জোরকদমে প্রস্তুতি শুরু করেছে বিসিসিআই। ম্যাচের দিনে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভক্তদের জন্য বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হবে বলে জানানো হয়েছে। শনিবার ভারত-পাক ম্যাচের আগে একটি লাইট শো এবং নৃত্য পরিবেশনার আয়োজন করা হবে। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য যে দুই সঙ্গীতশিল্পীকে নির্বাচন করা হয়েছে, তাঁদের মধ্যে একজন হলেন অরিজিৎ সিং।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপের জন্য কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি বিসিসিআই-এর পক্ষ থেকে। এছাড়া, এই বিশ্বকাপ শুরুর আগেই অমিতাভ বচ্চন, রজনীকান্ত এবং সচিন তেন্ডুলকরকে গোল্ডেন টিকিট দিয়েছিল বিসিসিআই।