শুক্রবার শুরু হল ক্রিকেটের মহাযুদ্ধ। করোনার পর এই প্রথমবার স্বাভাবিক ছন্দে IPL। এদিনের জমকালো অনুষ্ঠানের শুভ উদ্বোধনে গান গাইতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ সিং।আহমেদাবাদের গোটা নরেন্দ্র মোদী স্টেডিয়াম তখন তাঁর গানে বুঁদ। টাটা আইপিএল ২০২৩ এর মঞ্চে ‘বন্দে মা তরম’ গেয়ে শুভ সূচনা করেন অরিজিৎ। এরপর একে কেশরিয়া , পাঠান, দেবা-দেবা গাইলেন অরিজিৎ, সেই গর্জনে গলা মেলাচ্ছিল পুরো স্টেডিয়াম। কিন্তু , হঠাৎই কাটল তাল। টেলিভিশনের সামনে বসে যাঁরা তাঁর গান উপভোগ করছিলেন তাঁরা বেজায় চটলেন। কেননা তাঁর গানের মাঝেই দেখানো হল বিজ্ঞাপন। অরিজিৎ এর গানের বদলে তখন পর্দায় ভেসে উঠল হার্দিক পাণ্ডের বিজ্ঞাপন। আর তাতেই খানিক অসন্তুষ্ট অনুরাগীরা।
এরপরেই মঞ্চ মাতাতে আসেন তামান্না ভাটিয়া। ট্রেন্ডিং 'টমটম ' গানে কোমর দোলান তিনি। তারপর একেরপর এক মন ভাল করা পারফরম্যান্স দর্শকদের নজর কাড়েন তামান্না। পুস্পা খ্যাত, রশ্মিকা মন্দানা এরপর কেড়ে নেন মঞ্চের স্পটলাইট। পুষ্পার ব্লকব্লাস্টার গান 'শ্রীভল্লি', 'সামি সামি'তে নাচ করেন তিনি। সবমিলিয়ে জমজমাট আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান।