Anushka Sharma : আনন্দে আত্মহারা অনুষ্কার নাচ দেখে অবাক ছোট্ট ভামিকা ! বিরাট জয়ে আবেগঘন পোস্ট অনুষ্কার

Updated : Oct 30, 2022 21:25
|
Editorji News Desk

মেলবোর্ন স্টেডিয়ামে রবিবারের সন্ধ্যে । মাঠে কিং কোহলিকে ঘিরে রয়েছেন রোহিত, হার্দিকরা । পাকিস্তানের বিরুদ্ধে জয়ের আনন্দ সবার চোখে-মুখে । কোহলি দেখিয়ে দিয়েছেন, এভাবেও ফিরে আসা যায় । পাকিস্তানের বিরুদ্ধে একা লড়ে গেলেন ।  তাঁকে নিয়ে যখন গোটা দেশ গর্ব করছেন, তখন মেলবোর্ন থেকে কয়েক কিলোমিটার দূরে কলকাতায় বসে কোহলির জন্য বিশেষ কিছু লাইন লিখলেন অনুষ্কা শর্মা । অন্যদিকে, ম্যাচ শেষে মেলবোর্ন থেকে সুদূর কলকাতায় এল কোহলির ফোন । 

প্রায় প্রত্যেক ম্যাচেই বিরাটের সঙ্গে দেখা যায় অনুষ্কাকে । কিন্তু, এবার 'চাকদা এক্সপ্রেস'-এর শুটিংয়ে কলকাতায় রয়েছেন অনুষ্কা । ভামিকাও সঙ্গে রয়েছেন । রবিবার সকালে ময়দানে শুটিং করেছেন । এরপর হোটেলের রুমে ফিরে সারাক্ষণ ম্যাচেই চোখ রেখেছিলেন অনুষ্কা । বিরাটের দুর্দান্ত ইনিংস উপভোগ করছিলেন । আর ম্যাচ জিততেই আবেগ ধরে রাখতে পারলেন না অনুষ্কা। হোটেলরুমে রীতিমতো নাচানাচি শুরু করে দেন বিরাট-ঘরণী । মাকে নাচতে দেখে অবাক ভামিকাও । এসব কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুষ্কা শর্মা । সেইসঙ্গে বিরাটের জন্য লিখলেন দীর্ঘ নোট ।

অনুষ্কা লিখেছেন, আজ তিনি তাঁর জীবনের সেরা ম্যাচ দেখেছেন । তাঁর লেখায় উজার করে দিলেন বিরাট প্রেম । বিরাট সারা দেশের মুখে হাসি ফুটিয়েছে । অনুষ্কার কথায়, দিওয়ালির আগে দেশবাসীদের জন্য এটা বড় উপহার । অনুষ্কা লিখলেন, "অসাধারণ!! কী অসাধারণ সুন্দর তুমি!!দীপাবলির আগে আজ অনেক মানুষের জীবনে তুমি খুশি এনে দিলে । তুমি অসাধারণ এক জন মানুষ।" সেইসঙ্গে, বিরাটের  জেদ, নিষ্ঠা এবং বিশ্বাসের প্রশংসা করেছেন তিনি । কিন্তু, দেড় বছরের ছোট্ট ভামিকা বুঝতে পারেনি রবিবারের সন্ধের গুরুত্বটা । এই নিয়ে অনুষ্কা লেখেন," আমাদের মেয়ে খুবই ছোট্ট । তাই বুঝতেই পারল না কেন ওর মা উন্মাদের মতো সারা ঘরে নাচছে এবং চিৎকার করছে ।" অনুষ্কা আরও লেখেন, এক দিন তাঁদের মেয়ে নিশ্চয়ই বুঝতে পারবে, ওর বাবা আজ রাতে জীবনের সেরা ইনিংস খেলেছে । যে রাতের আগে অনেক কঠিন সময় কাটিয়ে আসতে হয়েছে তাঁকে । সব পেরিয়ে আগের থেকেও শক্তিশালী হয়ে ফিরেছে সে । 

অন্যদিকে, ম্যাচের শেষে অনুষ্কাকে ফোন করতে ভোলেননি বিরাট । ম্যাচের পর সঞ্চালক নাতালি মিডোজের প্রশ্নের উত্তরে কোহলি বলেন, সাজঘরে ফেরার পর অনুষ্কার সঙ্গে তাঁর কথা হয়েছে । প্রচণ্ড খুশি অনুষ্কা । সবাই ওকে ফোন করে শুভেচ্ছা জানাচ্ছে । বাইরে তাঁকে নিয়ে কী পরিমাণ হইহই হচ্ছে, সেটা অনুষ্কার থেকেই জানতে পেরেছেন কোহলি।

Virat KohliPakistan IndiaAnushka Sharma

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও