বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করেছে বাংলার ছেলে । মঙ্গলবার ‘ইকুয়েস্ট্রিয়ান ড্রেসেজ’ ইভেন্টে সোনা জিতেছে ভারত (Asian Games 2023 ) । ৪১ বছর পর ৪ জনের হাত ধরে ইকুয়েস্ট্রিয়ানে সোনা এসেছে । ওই চারজনের দলে ছিলেন বালিগঞ্জের ছেলে অনুশ আগারওয়ালও । তাঁর কথায়, এশিয়ান গেমসে খেলা অনুশের কাছে স্বপ্নের মতো । সেখানে মেডেল জিততে খুবই খুশি অনুশ । স্বপ্নপূরণ হয়েছে তাঁর । এবার আগামীতে লক্ষ্য প্যারিস অলিম্পিক্স ।
কলকাতার কোনও ক্লাব থেকে তাঁর ইকুয়েস্ট্রিয়ান শেখা শুরু । তিন বছর বয়সেই ঘোড়া চড়েছিলেন । কিন্তু, আসল শুরুটা হয়েছিল ৮ বছর বয়সে । তারপর মাত্র ১১ বছরেই দিল্লি চলে যান । কঠিন থেকে কঠিনতম অনুশীলন করে নিজেকে তৈরি করেছেন । এরপর জার্মানিতে গিয়েও নিজেকে আরও আপগ্রেড করেছেন অনুশ । সেইসবরেই ফল পাচ্ছেন বলে জানিয়েছেন অনুশ । লা মার্টিনিয়ের ফর বয়েজের ছাত্র তিনি । জানালেন, পড়াশোনার পাশাপাশি ইকুয়েস্ট্রিয়ানের জন্যও সময় বের করেছেন । ব্যালেন্স রেখেই দু'টোই পাশাপাশি চালিয়ে গিয়েছেন ।
আরও পড়ুন, Asian Games 2023 : এশিয়ান গেমসে ফের সোনা, ইতিহাস তৈরি করে জয় ইকোস্ট্রিয়ানদের
উল্লেখ্য, এদিন, এশিয়ান গেমস ইকোস্ট্রিয়ানের প্রথম সোনা জিতেছে ভারত। দলগত ইভেন্টে সোনা জিতেছেন ভারতীয় ঘোড় সওয়াররা। এই দলে আছেন, অনুষ, হৃদয়, দিব্যাকৃতি এবং সুদীপ্তি। এই ইভেন্টে চিন ও জাপানকে পিছনে ফেলে সোনা ভারতের। ভারতীয় ঘোড় সওয়াররা সময় করেছেন ২০৯.২০৫।