প্যারিস সেন্ট জার্মেইন তথা ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের জন্য ৩০০ মিলিয়ন ইউরোর বিপুল অফার দিল সৌদি আরবের ক্লাব আল হিলাল। ২৪ বছর বয়সী তারকার সঙ্গে পিএসজির চুক্তি আর মাত্র এক বছর বাকি রয়েছে৷ এমবাপে ফরাসী ক্লাবটির চুক্তি বৃদ্ধির অফার প্রত্যাখ্যান করেছেন।
আগামী বছর এমবাপেকে ছাড়তে বাধ্য হবে পিএসজি। তখন এই বাবদ কোনও অর্থও পাবে না তারা। তাই বিপুল অর্থের বিনিময়ে এই বছরই ফ্রান্সের জাতীয় দলের অধিনায়ককে বিক্রি করতে চায় তারা। যদি আল হিলালে যান এমবাপে, তাহলে এই বিপুল অঙ্কের ট্রান্সফার ভেঙে দেবে নেইমারের রেকর্ড। ২০১৭ সালে ২২ মিলিয়ব ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছিলেন ব্রাজিলিয়ান তারকা। ফুটবল ইতিহাসে এটিই এখনও পর্যন্ত সবচেয়ে দামি দলবদল। এর আগে ২০১৭ সালেই ১৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে মোনাকো থেকে এমবাপেকে নিয়ে এসেছিল পিএসজি।
Mohun Bagan Super Gaints : পর্দা উঠছে মঙ্গলে, নতুন মরশুমে নতুন জার্সিতে মোহনবাগান সুপার জায়েন্টস
আল হিলালের বিপুল প্রস্তাব সত্ত্বেও এমবাপে আরও এক বছর পিএসজিতেই থাকতে চান। মনে করা হচ্ছে, এই মরশুমের শেষে রিয়েল মাদ্রিদে যোগ দিতে চান তিনি।