পিঠের চোটের জন্য শ্রেয়স আয়ার খেলতে পারবেন না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সেই কারণেই কি ৭ জুন থেকে শুরু হতে চলা ফাইনালের প্রথম একাদশে জায়গা পেলেন অজিঙ্ক রাহানে? শুরু হয়েছে জল্পনা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলে রয়েছেন অজিঙ্ক রাহানে। অনেকের মতে, আইপিএল দেখে রাহানেকে সুযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য, ‘টেস্ট স্পেশালিস্ট’ হিসেবে পরিচিত মুম্বইয়ের ব্যাটারকে আইপিএল অকশনে নেওয়ার কথা ভাবেনি কোনও ফ্র্যাঞ্চাইজি। দ্বিতীয় রাউন্ডে বেস প্রাইসে কিনে নেয় চেন্নাই সুপার কিংস। অবশেষে, মুম্বইয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পান তিনি।
এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন। ইংল্যান্ডের ওভালে হবে সেই ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলবে ভারত। আইপিএলের পরেই ইংল্যান্ডে সেই ফাইনাল খেলতে যাবেন রোহিতরা।