সুখবর শোনালেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) । নতুন অতিথি আসতে চলেছে রাহানে পরিবারে । দ্বিতীয়বার বাবা হচ্ছেন তিনি । সম্প্রতি,অজিঙ্ক ও রাধিকা ইনস্টাগ্রামে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন (Ajinkya Rahane welcoming second child) ।
ইন্সটাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন তাঁরা । সেখানে রাধিকা ও মেয়ে আর্যার সঙ্গে দেখা যাচ্ছে রাহানেকে । ছবিতে রাধিকার বেবি বাম্প স্পষ্ট । এই মিষ্টি ছবির ক্যাপশন বলছে, চলতি বছরের অক্টোবরেই
রাহানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য । সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তায় ভাসছেন অজিঙ্ক-রাধিকা (Ajinkya-Radhika)। শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মা,জসপ্রীত বুমরার স্ত্রীরা ।
আরও পড়ুন, Ranveer-Deepika : রণবীরের ন্যুড ফটোশুট, কী বলছেন দীপিকা ?
ছেলেবেলা থেকেই একে অপরকে চিনতেন অজিঙ্ক-রাধিকা। ২০১৪ সালে রাধিকা ধোপাবকরকে বিয়ে করেন অজিঙ্ক রাহানে। তাঁদের প্রথম সন্তান আর্যার জন্ম ২০১৯ সালের অক্টোবরে । এই মুহূর্তে ভারতীয় দল থেকে দূরেই রয়েছেন অজিঙ্ক । ভাল ফর্মে নেই তিনি ।