বলিউড অভিনেত্রী ঐশর্য রাই বচ্চনের নামে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন পাকিস্তানের প্রাক্তন তারকা অলরাউন্ডার আবদুল রাজ্জাক। এবার সেই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন তিনি। জানিয়েছেন, ওই মন্তব্য করার জন্য তিনি লজ্জিত।
২০২৩ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। মোট ৯টি ম্যাচের মধ্যে ৪টি ম্যাচে জিতেছে তারা। পাকিস্তানের এই লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে রাজ্জাক বক্তব্য রাখতে গিয়েছে নাম নেন ঐশ্বর্য রাইয়ের। সেসময়ই কুৎসিত মন্তব্য করেন তিনি।
রজ্জাক বলেন, "পাকিস্তান ক্রিকেট টিমের মানসিকতা আগে ঠিক করা দরকার। আমি যদি মনে করি এখন ঐশ্বর্য রাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে, সন্তান হবে তাহলে তা সম্ভব নয়।"
রাজ্জাকের এই মন্তব্য শুনে হেসে ফেলেন শাহিদ আফ্রিদি, সইদ আজমল, উমর গুল সহ একাধিক খেলোয়াড়। এমনকী তাঁরা এর সমালোচনা না করে হাততালি দেন। এনিয়ে শুরু হয় বিতর্ক।