Cricket: পিঠে অক্সিজেন সিলিন্ডার, ৮৩ বছর বয়সেও মাঠ কাঁপাচ্ছেন অ্যালেক্স স্টিল

Updated : Aug 07, 2023 22:05
|
Editorji News Desk

ক্রিকেটের প্রতি ভালোবাসা এমনও হতে পারে? চরম শ্বাসকষ্টের মধ্যেও পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট খেলতে নেমেছেন ৮৩ বয়সী অ্য়ালেক্স স্টিল। স্কটল্যান্ডের এই ক্রিকেটারের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে উইকেট কিপিং করছেন তিনি। 

জানা গিয়েছে, ১৯৬৭ সালে স্কটল্যান্ডের হলে প্রথম খেলতে নামেন অ্য়ালেক্স স্টিল। এরপর ৬০ এর দশকে নিয়মিত স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন তিনি। প্রথম ১৪টি ম্যাচে দুটি অর্ধশতরানও রয়েছে। উইকেটকিপার হিসেবেও তাঁর অবদান উল্লেখযোগ্য। ঝুলিতে রয়েছে ১১টি ক্যাচ এবং দুটি স্ট্যাম্প।

ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবের হয়ে এখন খেলছেন অ্য়ালেক্স স্টিল। ২০২০ সাল থেকে শ্বাসকষ্টের সমস্যা থাকায় পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়েই মাঠে রয়েছেন তিনি। রোগ ধরা পড়ার পর তাঁকে জানানো হয়েছিল এক বছর বাঁচবেন তিনি। কিন্তু বর্তমানে দিব্য়ি মাঠ কাঁপাচ্ছেন বছর ৮৩-র অ্য়ালেক্স স্টিল। 

Cricket

Recommended For You

editorji | খেলা

IPL 2025: আরসিবির বিরুদ্ধে হার কলকাতার, ইশান কিষাণের সেঞ্চুরি, কেমন হল প্রথম ম্য়াচ!

editorji | খেলা

LSG Team Preview: আইপিএলে সুপার জায়ান্টসের নতুন ভার্সন, ট্রফি এনে দিতে চান ঋষভ পন্থ

editorji | খেলা

India vs Maldives : প্রত্যাবর্তনেই সুনীলের গোল, অধিনায়ক ফিরতেই জয়ে ফিরল ভারত

editorji | খেলা

IPL Team Preview: আইপিএলে ছয়ের লক্ষ্য়ে দুই টিম, কেমন দল গড়ল সিএসকে ও মুম্বই ইন্ডিয়ান্স!

editorji | খেলা

IPL Team Preview: জয়ই লক্ষ্য় ডিফেন্ডিং চ্য়াম্পিয়ন নাইটদের, ঘর গুছিয়ে ফিরছে রাজস্থানও