শুক্রবার হয়ে গেল আইপিএল-এর 'মিনি' নিলাম (IPL Mini Auction) । বিক্রি হলেন ৮০ জন ক্রিকেটার । তাঁদের পিছনে খরচ হল প্রায় ১৬৭ কোটি টাকা । নিলামের পরে সবথেকে কম ক্রিকেটার রয়েছে কেকেআর-এ (KKR) । এবারের নিলামে তাঁদের হাতে অর্থও ছিল সবথেকে কম । যদিও নিলামের শেষে শাকিব আল হাসান, লিটন দাস, ডেভিড উইজ়ার মতো ক্রিকেটারকে কিনে চমক দেয় শাহরুখের দল ।
জানা গিয়েছে, এবারের নিলামে মোট ৪০৫ জনের নাম ছিল। তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ও ১৩২ জন বিদেশি । মোট ৮৭ জন ক্রিকেটারকে কেনা যেত । তবে মাত্র ৮০ জন বিক্রি হয়েছেন । ১০টি ফ্র্যাঞ্জাইজি তাদের পুরো দল গুছিয়ে নিয়েছে । চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস, রাজস্থান রয়্যালসের মতো দলগুলিতে ২৫ জন করে ক্রিকেটার রয়েছেন । তাঁদের মধ্যে ৮ জন বিদেশি ক্রিকেটার । তবে, কলকাতা নাইট রাইডার্স সেই কোটা পূরণ করলেও, তাদের দলে রয়েছে মাত্র ২২ জন ক্রিকেটার । পঞ্জাব কিংসের ক্ষেত্রেও একই পরিস্থিতি ।
এ বারের নিলামে সবার নজরে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডরা । শুক্রবার আইপিএলের মিনি নিলাম জমিয়ে দেন স্যাম কারেন । ২০০৮ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবথেকে বেশি দামি ক্রিকেটার হলেন ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারেন । মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে তীব্র লড়াইয়ের পর শেষমেশ তাঁকে কিনে নিল পঞ্জাব কিংস । দাম উঠল ১৮ কোটি ৫০ লক্ষ টাকা! শুধু কারেনই নয়। তাঁর পরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে নিয়েও তুমুল টানাটানি পড়ে যায় । শেষেমেশ মুম্বই ইন্ডিয়ানস তাঁকে কিনে নেয় সাড়ে ১৭ কোটি টাকার বিনিময়ে ।