সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছিল। যন্তর মন্তরে একাধিক ইস্যুতে ধরনার সময় থেকেই এই অভিযোগ উঠছিল। এবার ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন ৭ জন মহিলা কুস্তিগির। জানা গিয়েছে, শুক্রবার দিল্লির (Delhi) কনট প্লেস থানায় অভিযোগ দায়ের করেন সাত জন কুস্তিগির, তাঁদের মধ্যে একজন ছিল নাবালিকাও।
দিল্লির যন্তর মন্তরে ধর্নায় বসেছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক সহ আরও অনেক কুস্তিগির। মহিলা কুস্তিগিরদের যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ তোলেন কোচদের বিরুদ্ধে। ব্রিজভূষণের বিরুদ্ধেও ছিল অভিযোগ। যদিও রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং জানিয়েছিলেন, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিকদের অভিযোগ সত্যি নয়।