কাতারে ফুটবল উৎসব। বিশ্বকাপের আসরে এবার রেকর্ড। মেসি-রোনাল্ডোদের পরিচালনা করবেন ৬ মহিলা রেফারি। কাতারের মতো পুরুষতান্ত্রিক দেশে ফিফার এই সিদ্ধান্ত নজির গড়বে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা।
এবার কাতার বিশ্বকাপে মোট ১২৯ জন অফিসিয়ালসের নাম ঘোষণা করেছে ফিফা। এর মধ্যে ওই ৬ জন মহিলাও স্থান পেয়েছে। ৬ জনের মধ্যে ৩ জন প্রধান রেফারি। বাকিরা সহকারী। ফিফা জানিয়েছে, এবার বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে কাজ করবেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ত। আছেন আফ্রিকার সালিমা মুকাসাঙ্গা ও জাপানের ইয়োশিমি ইয়ামিশিতা। সহকারী রেফারি হিসেবে থাকবেন ব্রাজিলের নিউজা ব্যাক, মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা ও আমেরিকার ক্যাথরিন নেসবিট।
ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্তের বয়স ৩৮। ২০১১ সাল থেকে ইন্টারন্যাশনাল ম্যাচে রেফারির দায়িত্ব সামলেছেন। মহিলা বিশ্বকাপ সহ একাধিক বড় টুর্নামেন্টে অভিজ্ঞতা আছে তাঁর। ২০১৯ সালে লিভারপুল-চেলসির উয়েফা সুপার কাপ, তুরস্ক-ইতালির মতো একাধিক ম্যাচে রেফারিং করেছেন।
প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে জিম্বাবুয়ে ও ও গিনির মধ্যে ম্যাচ পরিচালনা করেছেন সালিমা মুকাসাঙ্গা। চতুর্থ রেফারি হিসেবেও তিনি গিনি ও মালাউয়ির ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। জাপানের ইয়ামাশিতাও এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মেলবোর্ন সিটি ও জিওনাম ড্রাগসের ম্যাচটি পরিচালনা করেছেন।