রাজস্থানের বিরুদ্ধে ইডেনে বৃহস্পতিবার কোনও কিছুই ভাল হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ব্যাটিং, বোলিং, দুইয়েই লজ্জার পারফরম্যান্স। তবে হারের দায় কোন তিনজনের ওপর বেশি বর্তায় দেখে নেওয়া যাক।
নীতীশ রানা: দলের হারের পেছনে অধিনায়কের নিজের ভূমিকাই সমালোচনার মতো। মাত্র ২২ রান করে আউট হয়েছেন। তারপর রাজস্থানের বিরুদ্ধে প্রথম ওভারে বল করতে গিয়ে ২৬ রান দিয়েছেন তিনি। ওই এক ওভারেই খেলা কলকাতার হাত থেকে বেরিয়ে গিয়েছে।
আন্দ্রে রাসেল: আগের ম্যাচে ভাল খেলায় তাঁকে রিঙ্কু সিংহের আগে ব্যাট করতে নামানো হয়েছিল এই ম্যাচে। কিন্তু ১০ বলে মাত্র ১০ রান করেছেন রাসেল। বল নষ্ট করেছেন।
রহমানুল্লা গুরবাজ়: শুরুটা ভাল করলেও জেসন আউট হওয়ার পর দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়ে দলকে আরও সমস্যায় ফেলে দিয়ে এলেন।