ভারত পাকিস্তানের ম্যাচে টানটান উত্তেজনা থাকবে না, তা হয় না। নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে বহুপ্রতীক্ষিত T20 বিশ্বকাপের ম্যাচে টসে জিতে বল নিয়েছিল পাকিস্তান। কিন্তু পাক পেসারদের সামনে অচিরেই ভেঙে পড়ে রোহিতদের ব্যাটিং লাইনআপ। মাত্র ৪ রানে ঘরে ফিরতে হয় বিরাটকে, রোহিতের ব্যাটে আসে মাত্র ১৩ রান। পাক বোলিং-এর মুখোমুখি হয়ে সম্পূর্ণ ২০ ওভার খেলতেও পারেনি ভারত। বিরাট রানের টার্গেট না থাকায়, প্রথমদিকে পাকিস্তানের হাতেই ছিল ম্যাচ।
তবে ভারতের ভরসাযোগ্য বোলিং, দলকে জিতিয়ে ফেরায়। ১৪-২০ ওভারের মধ্যে পাকিস্তানকে আটকে দিল ভারতীয় বোলিং গোলা। কোন তিন ক্রিকেটারের ম্যাজিক কাজ করল রবিবারের ভারত পাক ম্যাচে?
T20 World Cup 2024: বুমরাদের বোলিং বিপ্লব, নিউ ইয়র্কে বিশ্বকাপে পাকিস্তান বধ ভারতের
প্রথমে বাবর, তারপর ডেঞ্জার ম্যান রিজওয়ান, আর শেষে ইফতিকারকে ফিরিয়ে ভারতের মাটি শক্ত করেন যশপ্রীত বুমরাহ। দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ডেঞ্জার ম্যান। তাঁকে ফিরিয়ে পাকিস্তানকে কার্যত টুর্নামেন্টে আরও কোণঠাসা করে দেন বুমরা।
ভারতের বোলিং লাইনআপ যদি বুমরা ধরে থাকেন, তবে ভেঙে পড়া লাইনআপে ভারতকে রান এনে দিয়েছেন ঋষভ পন্থ। তিন নম্বরে নেমে ৩১ বলে ৪২ রান এনে দেন তিনি। তাঁর ব্যাটেই ৬টা চার আসে।
চারে নেমে পন্থের সঙ্গে ক্রিজে টিকে যান অক্ষর। কঠিন সময় তাঁর ব্যাটেই আসে গুরুত্বপূর্ণ ২০ রান। বল হাতেও তিনি উসমানের উইকেট নিয়েছেন, ডট বলে চাপে ফেলেছেন পাকিস্তানকে।