তাঁরা দুজনেই সমকামী। বৃহস্পতিবার ফুটবলের দুনিয়ায় সামগ্রিকভাবে একটি বদল আনার লক্ষ্যে দুই স্কটিশ রেফারি ক্রেগ নেপিয়ের ও লয়েড উইলসন সর্বসমক্ষে এই কথা ঘোষণা করলেন। ৩২ বছর বয়সী ক্রেগ নেপিয়ের নিজের যৌন পরিচয়ের কথা ঘোষণার পরেই আরেক রেফারি উইলসন তাঁকে অনুসরণ করলেন।
নব্বই দশকে জাস্টিন ফাশানু'র পরে স্কটিশ পুরুষদের পেশাদার ফুটবলে ক্রেগ নেপিয়ারই স্কটিশ ফুটবলের সঙ্গে পেশাদারভাবে যুক্ত পুরুষ হিসেবে প্রথমবার সর্বসমক্ষে ঘোষণা করলেন তাঁর 'সমকামী' পরিচয়ের কথা।
নেপিয়ের এবং উইলসন দুজনেই জানান, তাঁরা অনুপ্রেরণা পেয়েছেন অ্যাডিলেডের ফুটবলার জোশ কাভালো এবং জ্যাক ড্যানিয়েলসের কাছ থেকে। ঘটনাচক্রে, গত মাসেই গ্রেট ব্রিটেনের ইতিহাসের প্রথম পেশাদার সমকামী ফুটবলার হিসাবে আত্মপ্রকাশ করেন জ্যাক।
নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন একটি ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে ক্রেগ নেপিয়েরকে বলতে শোনা যায়, "বহুদিন ধরেই আমি সমকামী পরিচয় নিয়ে দারুণভাবে বেঁচে আছি। প্রথমদিকে এটা মেনে নেওয়া বেশ কঠিন হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা অনেক সহজ হয়ে গিয়েছিল আমার কাছে"।