নৃশংস খুনের অভিযোগ বেঙ্গালুরুতে। এক মহিলাকে খুন করে ৩০ টুকরো করে ঢুকিয়ে রাখা হয়েছিল একটি ফ্রিজে। পুলিশ ওই দেহাংশ উদ্ধার করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মল্লেশ্বরমের বিরান্না ভবন এলাকায়।
নিহত ওই মহিলার নাম মহালক্ষী। বয়স ২৬ বছর। যদিও তিনি কোথা থেকে এসেছেন তা নিশ্চিতভাবে জানা না গেলেও পুলিশের প্রাথমিক ধারণা পশ্চিমবঙ্গ বা ছত্তিশগড় থেকে তিনি এসেছিলেন।
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুর বিরান্না ভবন এলাকায় একটি এক কামরার ফ্ল্যাটে থাকতেন মহালক্ষ্মী। একাই থাকতেন তিনি। কিন্তু বিগত কয়েকদিন ধরে তাঁকে দেখা যাচ্ছিল না। এরপর বৃহস্পতিবার থেকে হঠাৎ পচা দুর্গন্ধ পাচ্ছিলেন প্রতিবেশীরা। তাঁরা খবর দেন ওই যুবতির পরিবারে। শনিবার সকালে তাঁর মা ও বোন ওই ফ্ল্যাটে যান। তাঁরা দরজা খুলতেই আরও তীব্র গন্ধ বের হতে শুরু করে।
এরপর ফ্রিজ খুলতেই অবাক হয়ে যান সকলে। সেখানেই টুকরো টুকরো করে রাখা ছিল দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে।
পুলিশ আরও জানিয়েছে, ১৬৫ লিটার ফ্রিজে ওই দেহ রাখা হয়েছিল। ওই দেহ দেখে পুলিশের প্রাথমিক অনুমাণ, সম্ভবত চলতি মাসের প্রথমের দিকেই খুন করা হয়েছিল মহালক্ষ্মীকে। তারপর দেহ কেটে ফ্রিজে ভরে রাখা হয়েছিল। যেহেতু ফ্রিজ চালু ছিল সেই কারণে এতদিন গন্ধ পাওয়া যায়নি। যদিও খুনের পিছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।