দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। আজ প্রতিপদ। অর্থাৎ খাতায় কলমে কার্যত পুজো কিন্তু শুরু হয়েই গিয়েছে। কিন্তু আকাশে তার বিন্দুমাত্র রেশ নেই। বরং বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ। এর মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে এখনও দিন কয়েক দেরি রয়েছে।
এবার বর্ষার আগমন উত্তরবঙ্গে আগে হলেও, দক্ষিণবঙ্গে ঢের দেরিতে হয়েছে। এর জেরে সমগ্র রাজ্য থেকেই বর্ষা বিদায় নিতে চলেছে একটু দেরিতে। আজ দিনভর কয়েক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। সমস্ত জেলাতেই প্রায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
তবে বিদায়বেলায় বর্ষার রূপ খুব একটা তীব্র হবে না, আশ্বাস বলতে এটুকুই। অর্থাৎ পুজোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির মধ্যেই সেরে ফেলতে হবে প্যান্ডেল হপিং। এমনিতেও ৯ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠীর দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে দফায় দফায় ঝড়বৃষ্টির সতর্কতা থাকছে। সপ্তমী থেকে বৃষ্টির আশঙ্কা কিছুটা কমবে। ফলে পুজো ভেসে যাবে, এমন আশঙ্কার কোনো কারণ নেই।
আজ বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি এবং ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।