হেমন্ত এসে গেছে। দুদিন আগে অবধিও, রাস্তায় বেরোলেই গরমে হাঁসফাঁস করার জোগাড় হচ্ছিল। কিন্তু কালী পুজো যেতেই, হঠাৎ আবহাওয়ার ভোলবদল। শীতকে স্বাগত জানাতে প্রকৃতি সাজতে শুরু করেছে, নতুন সাজে। সকালে কুয়াশা, দুপুরে রোদ, রাতের দিকে শিরশিরানি- ভরা হেমন্তের মরশুম এখন গোটা বাংলা জুড়েই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে ধীরে ধীরে শুষ্ক হচ্ছে আবহাওয়া।
শীতকাল কবে আসবে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আর বিলম্ব নয়। নভেম্বরের প্রথম সপ্তাহের মাঝামাঝিই আবহাওয়ার পারদ নামতে শুরু করবে। এক লাফে ২ থেকে ৪ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। তাপমাত্রার তারতম্যে এবং বাতাসে কিছু জলীয় বাষ্প থাকায় সকালের দিকে কুয়াশা বা ধোঁয়াশার মতন তৈরি হবে দু-এক জায়গায়।
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত আবহাওয়া শুকনোই থাকবে সর্বত্র। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আনুষ্ঠানিক ভাবে এখনই শীত পড়ছে না শহরে। তবে শীত আসার আগের শিরশিরানি এবং আমেজ অনুভূত হতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৩ শতাংশ।