ভোট মিটলে আরও সত্যি সামনে আসবে। শুক্রবার বসিরহাট আদালতে ঢোকার মুখে এবার এই দাবি সন্দেশখালির ঘটনায় গ্রেফতার শাহজাহান শেখের। ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনা নিয়ে তিনটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। রাজনৈতিক মহলের দাবি, যে ভিডিও কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে বিজেপিকে। তারপর শাহজাহানের এই দাবি সন্দেশখালির ঘটনায় নয়া মাত্রা যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
সম্প্রতি সন্দেশখালির ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও গুলিকে সত্যি বলেই দাবি করেছিলেন শাহজাহান। প্রিজন ভ্যান থেকে নামার আগে তিনি দাবি করেছিলেন ভিডিওতে যা বলা হয়েছে, তাতে কোনও ভুল নেই। তারপর এদিন দাবি করলেন ভোট মিটলেই আরও সত্যি বাইরে আসবে।
উল্লেখ, সন্দেশখালির ঘটনায় অভিযুক্ত হিসাবেই গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। এদিনও মনোনয়ন জমা দেওয়ার পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সন্দেশখালি নিয়ে বিজেপির বেলুন ফুটো হয়ে গিয়েছে।