লোকসভা নির্বাচনের আগে খেলা দেখাচ্ছে বঙ্গের আবহাওয়া। বসন্তেও শীতের আমেজ। আজ, শুক্রবার শিবরাত্রি। সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস। তাতে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হচ্ছে না। বরং হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার হঠাৎ করে প্রায় পাঁচ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা।
এদিন কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে যথাক্রমে ২৯ ও ২০ ডিগ্রির ঘরে। তবে, বৃহস্পতিবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। তা অবশ্য এদিন হবে না।
হাওয়া অফিস জানিয়েছে, আর কয়েকদিন। তারপর ধীরে ধীরে থাবা বসাবে গরম। ফুটতে শুরু করবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি। তার আগে পর্যন্ত বসন্তে থাকবে শীতের আমেজ।