ফের মেঘলা কলকাতা। সঙ্গে কুয়াশার দাপট। তাতে কী শীত ফেরার ইঙ্গিত রয়েছে ? হাওয়া অফিস বলছে, পারদ হালকা কমতে পারে, তবে শীত ফেরার আর কোনও সম্ভাবনা নেই। যদিও বৃষ্টির কোনও পূর্বাভাসও নেই আলিপুরের তরফে।
গত কয়েকদিন ধরেই বেলা বাড়লেই গরম বাড়ছে, আবার বিকেল হলেই শীত অনুভূত হচ্ছে। আলিপুর জানিয়েছেন, এটাই আগামী কয়েকদিন চলবে। তাতে রাতের পারদের সামান্য হেরফের হতে পারে। কারণ, বঙ্গোপসাগর দিয়ে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে ঢুকছে।
তার প্রভাবেই আবহাওয়ার এই রকম ফের হচ্ছে। আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ঘরেই থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২০ ডিগ্রির ঘরে।