শুক্রবার সকালে এক অন্য ছবি বঙ্গে। কুয়াশার চাদর সরিয়ে স্কুলে ঢুকছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। নদিয়া, আসানসোল, বীরভূম-সহ একাধিক জেলায় এই ছবি ধরা পড়েছে। রাতভর বৃষ্টির পর এদিন সকাল থেকেই বিভিন্ন জেলায় ভারী কুয়াশা পড়ে। তারমধ্যে বিভিন্ন সেন্টারে হাজির হন পরীক্ষার্থীরা।
তবে, হাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে শীত আর ফিরছে না। বরং গরম পড়ে গেল বাংলায়। কারণ, এবার যত দিন যাবে, ততই বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। শুক্রবার যা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রির ঘরে। আলিপুরের পূর্বাভাস, বেলা বাড়লে আকাশ কাটবে। তবে, কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বেলা বাড়ায় ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কলকাতার আকাশ। গত ২৪ ঘ্ণ্টায় শহরের তাপমাত্রা ছিল ২৬ ও ২০ ডিগ্রি সেলসিয়ায়। দুটি তাপমাত্রা স্বাভাবিক বলেই জানানো হয়েছে।