তীব্র গরমের মধ্যেই খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর(Alipore Weather Office)। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি(Rain Forecast) হতে পারে। বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কথাও জানানো হয়েছে।
শনিবার ১২টি জেলায় বৃষ্টির কথা থাকলেও (West Bengal Weather Update) তা আদৌও ঘটেনি। আজ, রবিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রবিবার কলকাতার(Kolkata Weather Update) সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ।
আলিপুর হাওয়া অফিস(Alipore Weather Department) জানিয়েছে,সিকিম(Sikkim) থেকে ছত্তিশগড়(Chattisgarh) অবধি অক্ষরেখার অবস্থানে বড়সড় পরিবর্তন হয়েছে। ফলে প্রচুর জলীয় বাষ্প বঙ্গোপসাগর(Bay of Bengal) থেকে ঢুকছে বাংলায়। যার জেরেই এই বৃষ্টির সম্ভাবনা।