সপ্তাহের প্রথমদিনে কলকাতার আবহাওয়া (Kolkata Weather) বেশ মনোরম । বৃষ্টির জন্য ভ্যাপসা গরম খুব একটা নেই । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া (West Bengal Weather Update) পরিবর্তন হতে পারে । গরম বাড়তে পারে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Bengal Rain Forecast) হতে পারে । সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় বৃষ্টি হতে পারে । কলকাতায় বিকেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে । আগামী কয়েকদিনে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে । এদিন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস । আকাশ মূলত মেঘলাই থাকবে ।
আরও পড়ুন, Murshidabad Murder update : 'স্মৃতিটুকু থাক...' মেস থেকে সুতপার জিনিস নিয়ে গেলেন তাঁর বাবা
বেশ কয়েকদিন ধরে বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ । তবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । এদিন, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা । অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । তবে, রবিবারের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে ।
আন্দামানে সময়ের একসপ্তাহ আগেই বর্ষা ঢুকেছে । ২৭ মে কেরলে বর্ষা ঢোকার কথা রয়েছে । বঙ্গেও বর্ষা আগেই ঢুকবে বলে মনে করছেন আবহবিদরা ।