জলপাইগুড়িতে মিনি টর্নেডো। রবিবারের ছবি দেখে প্রাথমিক ভাবে এমনটাই দাবি করলেন আলিপুর আবহাওয়া দফতর। আজ, সোমবার রাজ্যের পূর্বাভাসে জানানো হল, উত্তরবঙ্গে এদিনও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে ফের কালবৈশাখি দাপট দেখা যেতে পারে বলেও দাবি হাওয়া অফিসের। এদিনও বইতে পারে ঝোড়ো হাওয়া। সকাল থেকেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
তবে পুড়বে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবারের মধ্যে রাজ্যের এই অংশে পারদ উঠতে পারে ৩৯ ডিগ্রির ঘরে। বিশেষকরে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাড়তে পারে অস্বস্তি। যার প্রভাব পড়তে পারে শহর কলকাতাতেও। এই কদিন শহরে আবহাওয়া কার্যত শুষ্ক থাকবে। হালকা হাওয়া বইতে পারে।
আজ সোমবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ ও ২৭ ডিগ্রির ঘরের ঘুরবে। আর্দ্রতা ছুঁতে পারে ৯৫ শতাংশ।