দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা কবে ? তা জানতে অপেক্ষা শুক্রবার পর্যন্ত। বুধবার আলিপুর থেকে এই ইঙ্গিতই দেওয়া হয়েছে। ফলে আগামী আরও কয়েকঘণ্টা অস্বস্তি বজায় থাকবে বলেই দাবি করা হয়েছে। এদিন আলিপুর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় যেমন কমলা সতর্কতা ছিল, তেমনই বজায় থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বর্ষার গতি প্রকৃতি জানা যেতে পারে, শুক্রবার বা তার পরে।
এদিন সকাল থেকে শহরের আকাশ আংশিক মেঘলা। তবে ওইটুকু। কারণ, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এদিনও কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের থেকে বেশি। পাল্লা দিয়ে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। হাওয়া অফিসের রেকর্ড বলছে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।
দক্ষিণের জেলাগুলি গরমে পুড়লেও, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি ঝড়বৃষ্টির কারণে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে।