রাত পোহালেই রাজ্যের ১০৮টি পুরসভার ভোট। এখন বিভিন্ন বুথে বুথে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় পুরভোট হবে শনিবার। এর মধ্যেই বিভিন্ন জায়গার ডিসিআরসি সেন্টারে এসে পৌঁছেছেন ভোটকর্মীরা। চলছে ভিভিপ্যাট, ইভিএম মেশিন সহ বিভিন্ন জরুরি সরঞ্জাম সংগ্রহ, পরীক্ষার কাজ। এরপর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে রওনা দিচ্ছেন তাঁরা।
আরও পড়ুন- Bengal weather update: পুরভোটের দিন ভাসতে পারে বাংলা, বেলা বাড়তে হতে পারে ভোগান্তি
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পুর এলাকাগুলোতে টহল দিচ্ছে রাজ্য পুলিশ। সবরকম রাজনৈতিক অশান্তি, বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন। সাধারণ মানুষের মনে সাহস যোগাতে বিভিন্ন জায়গায় উদ্যোগ নিচ্ছেন রাজ্য পুলিশের আধিকারিকরা।