RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর। CBI এর হাতে গ্রেফতারির পরের দিনই তাঁকে সাসপেন্ড করা হল। মঙ্গলবার সন্ধে নাগাদ সাসপেন্ডের অর্ডার প্রকাশ করা হয়েছে। যদিও কী কারণে সাসপেন্ড করা হয়েছে নির্দিষ্ট করে সেই কারণ জানানো হয়নি। রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকেও তাঁকে বিতাড়িত করা হয়েছে বলেও খবর।
গত ৯ অগাস্ট RG কর হাসপাতাল থেকে এক মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযোগ তাঁকে ধর্ষণ করে ও খুন করা হয়েছে। তারপর থেকেই জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষকে অপসারণের দাবি জানিয়ে আসছিলেন।
প্রথম থেকেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। যদিও সেইসময় কোনও কড়া পদক্ষেপ নেওয়া হয়নি রাজ্যের তরফে। CBI-এর হাতে গ্রেফতারির পর সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল রাজ্য স্বাস্থ্য দফতর।
সোমবার রাতে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তাঁকে CGO কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এরপর মঙ্গলবার তাকে আলিপুর আদালতে তোলা হয়েছিল। বিচারক তার ৮ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছেন। কিন্ত এত অভিযোগ থাকা সত্বেও কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে পদক্ষেপ গ্রহণ করা হয়নি সেই নিয়ে উঠছে প্রশ্ন।