কিছুদিন আগেও সস্তায় বিকোচ্ছিল টমাটো। দাম ছিল ৩-৫ টাকা। এক মাসে সেঞ্চুরি পার করেছে। শুধু টমাটো নয়, বর্ষার বাজারে আগুন কমবেশি সব আনাজ- সবজিই। ছেঁকা লাগছে মধ্যবিত্তের। পরিস্থিত সামাল দিতে সুফল বাংলা বিপণির মাধ্যমে ৮৯ টাকা কিলো দরে টোমাটো তুলে দিতে উদ্যোগী রাজ্য।
কয়েকবছর আগে আনাজের দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। স্থির করা হয়েছে, শনিবার থেকেই টোমাটো, করলা, পটল, বেগুন, ঢ্যাঁড়সের মতো আনাজ সুফল বাংলায় ২০-২৫ শতাংশ কম দামে বিকোবে। খুচরো বাজারে টোমাটোর দাম কেজি প্রতি ৯৯ টাকা। সুফল বাংলায় তা পাওয়া যাবে ৮৯ টাকা। বাজারে করলার দাম ৭৮ টাকা প্রতি কেজি। তা ৬৫ টাকায় পাওয়া যাবে। পটল, বেগুন, ঢ্যাঁড়সের দামও নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন: কাজ না করলেই বহিষ্কার! পঞ্চায়েত ভোটার আগে আরও কড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়
গোটা দেশেই সবজির দাম বেডেছে। অতিরিক্ত গরম ও বর্ষা দেরিতে আসায় উৎপাদন কম হয়েছে। বাংলায় মূলত দক্ষিণের রাজ্য থেকে আনাজ আসে। সেখানেও ঘাটতি হচ্ছে। যার জেরে গত ৭-১০ দিনে অনেকটাই বেড়েছে দাম।