সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ রাজ্যের। আগামী দু’বছর কোনও কৃষিজাত পণ্যে আয়কর দিতে হবে না। সোমবার বিধানসভায় এমনটাই জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, আগামী দু’টি অর্থবর্ষের জন্য কাঁচা চা পাতার উপরে বসা দু’ধরনের সেস প্রত্যাহারের কথাও জানিয়েছে রাজ্য।
তবে শুধু পঞ্চায়েত ভোটই নয়, ২০২৪ লোকসভা ভোটের সময়ও এই করছাড় বজায় থাকবে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পঞ্চায়েতের পাশাপাশি, লোকসভা ভোটে গ্রামীণ ভোটব্যাঙ্কের উপর নজর রেখেই করছাড়ের এই প্রস্তাব এনেছে তৃণমূল সরকার। মূলত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা বিজেপির হাত থেকে ফের নিজেদের হাতে এখন থেকেই কোমর বেঁধে নামছে ঘাসফুল শিবির।
আরও পড়ুন- Holi 2023: দোল-হোলিতে কলকাতার রাস্তায় কড়া নিরাপত্তা! বাইক-স্কুটি নিয়ে টহল ৪ হাজার পুলিশের