WBCHSE: উচ্চ মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে একগুচ্ছ নয়া নির্দেশিকা সংসদের

Updated : Jan 16, 2023 14:03
|
Editorji News Desk

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া নজরদারির পথে হাঁটল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জারি করা হয়েছে নির্দেশিকা। কঠোর ভাবে সেই নির্দেশিকা মানতে হবে সংশ্লিষ্ট সকলকে। 

আগামী ১৪ মার্চ শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ মার্চ পর্যন্ত। তার আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও সেক্রেটারি ইনচার্জ তাপস মুখোপাধ্যায় যে নির্দেশিকা জারি করেছেন, তাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত মোট ২৬ টি নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে তৃতীয় নির্দেশটি হল প্রশ্নপত্র বণ্টন ও বিতরণ সংক্রান্ত বিষয়ে।

Srijato Bandyopadhyay : 'মানব জমিন' দেখতে হাজির শিক্ষক-শিক্ষিকা, পাড়ার বন্ধুরা, বড় পাওনা, বললেন শ্রীজাত

নির্দেশিকায় বলা হয়েছে,

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সেন্টার ইনচার্জ সংশ্লিষ্ট সংসদকর্মীর কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করবেন। তাঁর সঙ্গে থাকবেন সেন্টার সেক্রেটারি ও দুজন পুলিশ আধিকারিক। এরপর সংগ্রহ করা প্রশ্নপত্রগুলি তিনি ভেন্যু সুপারভাইজার বা তাঁর মনোনীত কোনও শিক্ষক প্রতিনিধির কাছে পৌঁছে দিতে হবে।

পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে প্রশ্নপত্র পৌঁছে দিতেই হবে। পরীক্ষা শুরু হওয়ার ঠিক আধ ঘণ্টা আগে ভেন্যু সুপারভাইজাররা প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে।

প্রশ্নপত্রের প্যাকেট খোলার নির্দেশ দেবেন৷ এর পর ওই প্রশ্নপত্রগুলি নিরীক্ষকদের উপস্থিতিতে ভাল করে পরীক্ষা করতে হবে। এরপর প্রশ্নপত্রগুলি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পাঠানো খামে ঢুকিয়ে মুখবন্ধ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত নিরীক্ষকদের স্বাক্ষর করিয়ে তাঁদের হাতে তুলে দিতে হবে।

এর পরের ধাপে পরীক্ষা কক্ষের দায়িত্বে থাকা শিক্ষকরা প্রশ্নপত্রগুলি নিজেদের কক্ষে নিয়ে যাবেন। সংসদ জানিয়েছে, সকাল দশটার আগে কোনওভাবেই পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা চলবে না।

প্রশ্ন ফাঁসের মতো ঘটনায় বার বার বিব্রত হয়েছে রাজ্য সরকার। তাই এবার আরও কঠোর হচ্ছে সংসদ। প্রশ্ন ফাঁস ঠেকাতে মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রগুলিতে তিনটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এখনও তেমন কিছু জানায়নি।

QuestionsHigher Secondary Councilwbchse

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর