হাওড়াকাণ্ডে জামিন পেয়েছিলেন শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাস। কিন্তু বৃহস্পতিবার জামিনের সেই আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। এদিন ওই দুই ব্যবসায়ীকে গ্রেফতারের নির্দেশ দেয় হাইকোর্ট। নির্দেশ পেতেই ওই দুই ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি।
গতবছর হাওড়ার দুই ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে এবং প্রসেনজিৎ দাসের বাড়িতে হানা দিয়ে নগদ ৮ কোটি ১৫ লক্ষ টাকা-সহ প্রচুর সোনা এবং হিরের গয়না উদ্ধার করে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি। ঘটনার পরই নিম্ন আদালত থেকে শৈলেশ এবং প্রসেনজিৎ জামিন পান। এরপরই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় ইডি। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশমতো ইডি আদালত থেকেই গ্রেফতার করে অভিযুক্তদের।
গতবছর শিবপুর কাণ্ডে টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় প্রায় ২০৭ কোটি। দফায় দফায় বিপুল নগদ টাকা উদ্ধারের পর ফের ৭৭ কোটি টাকা লেনদেনের হদিশ মেলে। মোট ২২টি অ্যাকাউন্ট থেকে ওই লেনদেন চলেছে বলেই মত ইডির।