সেই প্রভাবশালী তত্ত্বেই ফের খারিজ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের জামিন। গরুপাচার তদন্ত মামলায় আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার, আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয়েছিল ওই মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। শুনানি শেষে ১৪ দিন আরও বাড়ানো হয়েছে জেল হেফাজতে মেয়াদ।
শরীর ভাল নেই। এদিন সকালে আদালতে ঢোকার আগে এই দাবি করেছিলেন অনুব্রত। তবে গরুপাচার তদন্ত মামলায় এদিন আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি করে সিবিআই। সিবিআইয়ের আইনজীবীর দাবি, গরুপাচারের অন্য়তম কিংপিন এনামূলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তৃণমূল নেতার। সিবিআইয়ের আইনজীবী কালীচরণ মিশ্রের দাবি, অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেন মধ্যস্থতার কাজ করতেন এবং অনুব্রতের জন্য টাকা তুলতেন। এছাড়াও এদিন আদালত অনুব্রতর সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য় জমা দিয়েছে সিবিআই।
আদালতে সিবিআইয়ের দাবি, বাংলাদেশেও অনুব্রত যথেষ্ঠ যোগাযোগ আছে। যদিও তা অস্বীকার করেছেন অনুব্রতর আইনজীবী। ফারুক রজ্জাকের পাল্টা দাবি, এই ব্যাপারে আদালতকে ভুল তথ্য দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।