মায়ের বিদায়বেলাতেই নেমে এল বিপদ ৷ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটের ঘটনায় তৈরি হয়েছে চাঞ্চল্য৷ বুধবার ওই ঘাটে প্রতিমা বিসর্জন করতে গিয়েই মৃত্যু হয় বছর ৩৫ এর অমিত সিংহ নামের এক ব্যক্তির৷ নৌকা থেকে জলে পড়ে যায় সে, এরপর ডুবে গিয়ে মৃত্যু হয় তাঁর। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে। জানা গিয়েছে, প্রতিমা ভাসাতে নৌকা করে ঘাটে গিয়েছিলেন মৃত অমিত সিংহ, হঠাৎই তিনি নদীতে পড়ে যান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দশমীর দিন প্রতিমার সঙ্গে সঙ্গে ভেসে গেল আরও এক প্রাণ, এই ঘটনায় নিমেষে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।