কয়লাকাণ্ডে বুধবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের (Malay Ghatak) বাড়িতে হানা দেয় সিবিআই (CBI Raid)। সকালে আসানসোলে মলয়ের দু’টি বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির প্রতিবাদে আসানসোলের ভগত সিং মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস।
মন্ত্রীর বাড়ির সামনেই ‘মলয় ঘটক জিন্দাবাদ’, ‘সিবিআই দূর হঠো’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল। তাঁদের বক্তব্য, মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদীত। দুর্নীতির অভিযোগে একজনও বিজেপি নেতার বাড়িতে কেন অভিযান হচ্ছে না? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তাঁরা।
Sohini-Kaushik: সম্পর্কে ইতি, বন্ধুত্ব অটুট! পাহাড়ের কোলে ফিরে নতুন করে জীবন দেখা কৌশিক-সোহিনীর
জানা গিয়েছে, বুধবার আসানসোলের আকতার রোড গার্ডেন এবং জেলিডাঙায় মন্ত্রীর দু’টি বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই। মন্ত্রীর পরিবারের সদস্যদের মোবাইল ফোন জমা রাখা হয়েছে বলে সূত্রের খবর। সব মিলিয়ে মলয়ের তিনটি বাড়িতে হানা দিয়েছে দিয়েছে সিবিআই। পরে তাঁর অফিসেও যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল।
উল্লেখ্য, পুরসভা ভোটের সময় কয়লা পাচার-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের পূর্ত ও আইনমন্ত্রী মলয়কে দিল্লিতে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।