কেকে-এর মৃত্যু (KK Death) নিয়ে রাজ্যের শাসকদলের দিকে আঙুল তুলেছে বিরোধীরা । একইসঙ্গে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা । এবার সেই একই প্রশ্ন শোনা গেল তৃণমূলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সৌগত রায়ের (Sougata Roy) মুখে । নজরুল মঞ্চে গুরুদাস কলেজের ফেস্ট আয়োজন করেছিল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)। ওই অনুষ্ঠানে খরচ হওয়া লাখ লাখ টাকা কোথা থেকে এল, সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন সৌগত রায় ।
শনিবার বরাহনগরে তৃণমূলের এক অনুষ্ঠানে গিয়েছিলেন সৌগত । সেখানেই তিনি বলেন, "কেকে গান গাইতে এসে মারা গেলেন । আমি শুধু ভাবছি এত টাকা কোথা থেকে এল । ৩০ লাখ নাকি ৫০ লাখ কত যেন লেগেছে শুনলাম ! টাকা তো হাওয়া থেকে আসে না ।" সৌগত-র মতে এত টাকা দিয়ে কলেজ ফেস্টে বম্বে থেকে শিল্পী আনার প্রয়োজন ছিল না । যদিও, টিএমসিপি দাবি করেছিল,ওই অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ করেছেন কলেজ কর্তৃপক্ষ ।
আরও পড়ুন, Abhishek Banerjee Campaign: ‘দিদিকে বলো’-র পর এবার তৃণমূলের নয়া চমক 'এক ডাকে অভিষেক'
৩১ মে নজরুল মঞ্চে গুরুদাস কলেজের ফেস্টে গান গাইতে এসেছিলেন কেকে । কিন্তু, অনুষ্ঠান শেষে অসুস্থ হয়ে পড়েন তিনি । হোটেলে ফিরে আরও অসুস্থ হয়ে পড়েন । এরপর সেখান থেকে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু, ততক্ষণে সব শেষ । পরের দিন, ১ জুন গান স্যালুটের মাধ্যমে তাঁক শ্রদ্ধা জানায় রাজ্য সরকার । কেকে-এর মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি । এই ঘটনায় বিরোধী থেকে সাধারণ মানুষ দুষেছেন রাজ্য সরকারকে । পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন । এসবের মধ্যে তৃণমূলেরই নেতা সৌগত রায় দলের ছাত্র সংগঠনের নেতাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ।