রোজ লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যে। এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারের স্বামী ও তাঁদের দুই বছরের মেয়ে। বর্তমানে দু'জনেই শ্রীরামপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দার নিজেও অসুস্থ। তবে, তৃণমূল সংসদের ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁর স্বামী সাকির আলি রিষড়া পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। সূত্রের খবর, সম্প্রতি হায়দ্রাবাদ থেকে রাজ্যে ফেরেন তাঁরা। এরপরেই তাঁর স্বামী ও দু'বছরের মেয়ের ডেঙ্গু রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। ইতিমধ্যেই ৭২ জন ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। ডেঙ্গি আক্রান্তের নিরিখে এগিয়ে কলকাতা পুরসভার এলাকাগুলি। কলকাতার পসিটিভিটি রেট ২৪.০৮%। দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি। এই জেলায় পজিটিভিটি রেট ২৪.০৫ শতাংশ। তৃতীয় স্থানে হুগলি ও চতুর্থ স্থানে পার্বত্য শহর কালিম্পং।