আসানসোল (Asansol) পুরসভা নির্বাচনের প্রচারপর্বের শেষ লগ্নে শিল্প শহরে রোড শো করলেন অভিনেত্রী -সাংসদ শতাব্দী রায়। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। হুডখোলা গাড়িতে আসানসোল পুরসভার বিভিন্ন অলিগলিতে ঘুরে প্রচার করলেন তাঁরা।
শেষ রবিবারের নির্বাচনী প্রচারে আসানসোল বেশ জমজমাট।রবিবার আসানসোলের চিত্রা মোড় থেকে রোড শোকরলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও মন্ত্রী মলয় ঘটক। হুড খোলা জিপে শতাব্দীকে দেখতে ভিড় জমে যায়।
আরও পড়ুন : Saraswati Puja : ফিরহাদ হাকিম থেকে মদন মিত্র, কেমন কাটল রাজনৈতিক নেতাদের সরস্বতী পুজো ?
বিধানসভা নির্বাচনে আসানসোলের অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। পুরভোটে খেলা ঘোরাতে তৎপর শাসকদল