কলকাতার দরজায় কড়া নাড়ছে বাঘ !
কী বলছেন ! এও সত্যি ? তা এই বাঘ এল কোথা থেকে ? কে দেখলেন তাকে ? এই বাঘ কি জিনাতের সেই প্রেমিক ? যাকে নাকি শেষবার দেখা গিয়েছিল বাঁকুড়ার এক পাড়াতে। সেখান থেকে সেকি হাঁটতে হাঁটতে এখন হাওড়ায় ?
সত্যি কি হাওড়ার লোকেরা বাঘ দেখতে পেয়েছেন ? হাওড়ার জগৎবল্লভপুর। পাতিহাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রতাপপুর মোল্লাপাড়া। এখানেই রাত হলে এক অদ্ভূত আওয়াজ শোনা যায়। কীসের আওয়াজ তা জানতে রাস্তায় বেরিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
চোখ জ্বলছে। এই দৃশ্য দেখে অনেকেই আবার বাড়ি ফিরে গিয়েছিলেন। কিন্তু সোমবার রাত থেকে বিকট আওয়াজ বারতে থাকে। রাতেই খবর যায় স্থানীয় বনদফতরের কাছে। খাঁচা নিয়ে এলাকায় আসেন বনকর্মীরা। আতঙ্ক না ছড়ানোর জন্য গ্রামবাসীদের কাছে অনুরোধ করেন।
সকাল থেকেই এলাকায় খাঁচা পাতা কাজ শুরু হয়। যদিও বনকর্মীদের একাংশের দাবি, গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে এটা বাঘ নয়, বাঘরোল। যদিও খাঁচা বন্দি না হওয়া পর্যন্ত নিশ্চিত হতে পারছেন না কেউ।