বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) বাড়ির সামনে বোমা রাখার ঘটনায় তিনজনকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ (Bomb Hurled newar Arjun Singh's House) । ধৃতেরা হল অভিষেক চৌধুরী, বিকাশ চৌধুরী, সুরজ পাঠান । এদিন, ব্যারাকপুর আদালতে (Barrackpore Court) তোলা হয় তাদের । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
সোমবার রাতে অর্জুন সিংয়ের বাড়ি থেকে ২০ ফুট দূরত্বে বোমা উদ্ধার হয় । সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই বাইক আরোহী সাংসদের বাড়ির সামনে বোমা ফেলে চলে যাচ্ছে । যদিও সেই বোমা ফাটেনি । সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরেই তদন্ত শুরু করে জগদ্দল থানার পুলিশ । ঘটনার পরের দিনই তিনজনকে গ্রেফতার করল পুলিশ ।
আরও পড়ুন, Arjun Singh slams NIA : অর্জুনের বাড়ির সামনে বোমা, NIA-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ
এদিকে, এই ঘটনায় NIA-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন অর্জুন সিং । অর্জুন বলেন, "এনআইএ কী তদন্ত করছে, বড় বড় জঙ্গি ধরছে, এই সব দুষ্কৃতীদের ধরতে পারছে না !" উল্লেখ্য, এর আগেও বোমাবাজি হয়েছে অর্জুনের বাড়ির সামনে । তার তদন্ত করছে NIA । পাশাপাশি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ।
শুধু জগদ্দল নয়, সোমবার রাতে ভাটপাড়াতেও বোমাবাজির অভিযোগ ওঠে । ঘটনায় ৫ জন আহত হয়েছেন । স্থানীয়দের অভিযোগ, এদিন দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় । এলাকার লোকজন প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা ২টি বোমা ছোড়ে বলে অভিযোগ ।