এইমুহূর্তে করোনা পরিস্থিতি খানিকটা স্বস্তিদায়ক। এবছর গঙ্গাসাগরে ৬০-৭০ লাখ দর্শনার্থীর ভিড় জমতে পারে বলেই ধারনা প্রশাসনের। কিন্তু এই বিপুল সংখ্যক মানুষের জমায়েত সামাল দেওয়া মুখের কথা নয়। তাই আগেভাগেই নজরদারি বাড়াতে তৈরি হচ্ছে প্রশাসন।
জানা যাচ্ছে, সাগরমেলায় (Gangasagar) কত পূর্ণার্থী আসছেন তার উপর নজরদারি চালাতে সাগরদ্বীপের সমস্ত পরিবহনমাধ্যমে লাগানো হচ্ছে ‘জিপিএস ট্র্যাকার’, এর মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ থেকে সমস্ত দিকে আগাম ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
West Bengal Weather Update : উত্তুরে হাওয়ার দাপট, নামছে তাপমাত্রা, শীতের ব্যাটিং শুরু
দুরদুরান্ত থেকে আসা তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা করা হচ্ছে অস্থায়ী ছাউনির। অগ্নিকাণ্ড এড়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাগরের স্নানঘাটগুলি যুদ্ধকালীন তৎপরতায় বাঁধানোর কাজ চলছে। সরকারিভাবে গঙ্গাসাগরের মেলা শুরু হবে ৮ জানুয়ারি থেকে। বুধবার মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)