প্রবল তাপপ্রবাহ (Summer) চলছে রাজ্যজুড়ে। শেষ একমাসে ছিটেফোঁটাও বৃষ্টি(Rain Forecast) হয়নি রাজ্যের বহু জেলায়। সবথেকে খারাপ পরিস্থিতি পশ্চিমের জেলাগুলির। তার মধ্যেই পরীক্ষা চলছে একাদশ ও দ্বাদশ শ্রেণির। এবার পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিশেষ নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE) ।
আজ সোমবার রাজ্যের আবহাওয়ার(Weather Update) পরিস্থিতিতে কীভাবে পড়ুয়াদের সুস্থ রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষা(HS Exam 2022) পরিচালনা করা সম্ভব, তা নিয়ে স্কুল শিক্ষা সচিব নবান্নে(Nabanna) বৈঠক করেন। সেই বৈঠকেই একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের সর্তক করে চিঠি দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে।
আরও পড়ুন- Bengal Heat Wave Warning : আরও গরম বাড়ার ইঙ্গিত, বাঁকুড়ায় জলের দাবিতে পথ অবরোধ
নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত ওআরএস-এর(ORS) ব্যবস্থা করতে হবে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই যাতে পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ(Electricity) থাকে, তা সুনিশ্চিত করতে হবে। কোনও ছাত্র-ছাত্রী যদি পরীক্ষাকেন্দ্রে তাপপ্রবাহের জেরে অসুস্থ হয়ে পড়েন, তাঁর চিকিৎসার জন্য ব্যবস্থা রাখতে হবে। জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ(WBCHSE)।