রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি দেখে নাকি অবাক হয়ে গিয়েছেন সিবিআই আধিকারিকেরা। কোনও মন্ত্রীর বাড়ি যে এমনও হতে পারে, তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন তাঁরা। বুধবার এমনটাই দাবি করেছেন মন্ত্রীর স্ত্রী সুদেষ্ণা ঘটক। পাশাপাশি, তিনি আধিকারিকদের ব্যবহারের প্রশংসাও করেন।
বুধবার সকাল থেকেই তল্লাশি শুরু হয় আসানসোলে মলয়ের আপকার গার্ডেন এবং চেলিডাঙার তিনটি বাড়িতে। গোয়েন্দারা যখন আপকার গার্ডেনের বাড়িতে যান, তখন সেখানে ছিলেন সুদেষ্ণা। গোয়েন্দারা বেরিয়ে যেতেই সুদেষ্ণা জানান, তদন্তকারীরা তাঁর সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করেছেন। তাঁর দাবি, ‘‘ওঁরা বলেন, আপনার ব্যবহার ভীষণ ভাল।’’
আরও পড়ুন- Anubrata Mondal : খারিজ জামিনের আবেদন, আরও ১৪ দিন জেলেই অনুব্রত
তল্লাশি চলাকালীন বুধবার মলয়ের বাড়ির সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। আলমারির তালা ভাঙার জন্য চাবিওয়ালাকে ডাকা হয়। সুদেষ্ণার দাবি, ‘‘আমিই চাবিওয়ালাকে ডেকেছিলাম। কারণ ওই আলমারিগুলির চাবি হারিয়ে গিয়েছিল। ওঁরা আলমারি দেখেছেন।’’ তবে সিবিআই আধিকারিকরা কোনও নথি বাজেয়াপ্ত করেননি বলেই জানান মলয়-জায়া।