Special arrangements at Nazrul Manch:কেকের মৃত্যুর পর নজরুল মঞ্চে অনুপমের অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থা

Updated : Jun 03, 2022 17:36
|
Editorji News Desk

কেকে-র (KK Death) মৃত্যুর পর নজরুল মঞ্চে (Nazrul Manch) জলসার ব্যবস্থাপনায় বড় রদবদল। জলসা চলাকালীন সেখানে অ্যাম্বুল্যান্স রাখা থাকবে এবং থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কেউ অসুস্থ হয়ে পড়লে যাতে চিকিৎসায় শুরু হতে কোনও দেরি না হয়, তার জন্য এলাকার হাসপাতালগুলিকেও আগে থেকে প্রস্তুত থাকতে বলা হবে।

গত মঙ্গলবার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার সময়ে অসুস্থ হয়ে পড়েন বলিউডের অন্যতম খ্যাতনামা গায়ক কেকে। পরে তিনি হোটেলে মারা যান। সেই ঘটনার পর শুক্রবার ফের নজরুল মঞ্চে কলেজ ফেস্টের আসর বসছে। সেখানে গান গাইবেন অনুপম রায়। অনুপমের অনুষ্ঠানে কী কী সতর্কতামূলক ব্যবস্থা থাকছে তা নিয়ে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বৈঠক করেন অনুষ্ঠানের উদ্যোক্তারা। সূত্রের খবর, মঞ্চে অনুষ্ঠান চলাকালীন দু’টি অ্যাম্বুল্যান্স থাকবে একটি ভিতরে এবং একটি বাইরে। এ ছাড়া থাকবেন দু’জন চিকিৎসক, তাঁদের মধ্যে একজন জেনারেল মেডিসিনের অন্যজন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ। মঞ্চে বাতাস চলাচলে যাতে সমস্যা না হয় সেজন্য থাকবে ছ’টি পোর্টেবল এসি বা স্ট্যান্ড ফ্যান বা কুলার। মঞ্চে তারকার কাছে যাতে কোনও দর্শক পৌঁছতে না পারেন, সে জন্য বাউন্সারদের একটি দল থাকবে মঞ্চের কাছেই। অনুষ্ঠানস্থলের ভিতরে একটি পাসে একজনের বেশি কাউকে ঢুকতে দেওয়া হবে না।

KK last rites: কেকে'কে শেষ শ্রদ্ধা জানাতে এলেন হরিহরণ, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ,অলকা ইয়াগনিক, বিশাল ভরদ্বাজরা

কেকে-র অনুষ্ঠানে দিন নজরুল মঞ্চে মোট আসনের থেকে অনেক বেশি দর্শক ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, অনুপমের ব্যান্ডের তরফেও গায়কের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। এমনকি মঞ্চের সামনে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারেও খেয়াল রাখতে অনুরোধ করা হয়েছে আয়োজকদের।

উল্লেখ্য, ২৪৮২টি আসন রয়েছে নজরুল মঞ্চে। আয়োজকদের তরফে জানানো হয়েছে, অনুপমের অনুষ্ঠানে মোট ১৫০০ দর্শক থাকবেন। এছাড়া কলেজের তরফে ১৫ জন বাউন্সার, বেসরকারি সংস্থার একাধিক নিরাপত্তারক্ষী, ৮০ জন স্বেচ্ছাসেবী এবং গোটা বিষয়টির উপর নজর রাখতে ২৫ জন শিক্ষক উপস্থিত থাকবেন।

 

Nazrul ManchaKK DeathKK dies in Kolkata

Recommended For You

editorji | লোকাল

Digha Jagannath Temple : চিনা বাতির রোশনাইয়ে ঝলমলে দিঘা, জগন্নাথ মন্দিরে শেষ মুহূর্তের সাজসজ্জা তুঙ্গে

editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর