পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত বাসন্তী (Basanti)। শনিবার তিতকুমার গ্রামে বোমা বিস্ফোরণে (Blast In Basanti) ১ জনের মৃত্যু ও ২ জন জখম হয়েছেন। গ্রেফতার মূল অভিযুক্ত মণিরুল সহ ২ জন। রবিবারও থমথমে এলাকা। কার্যত আতঙ্কে এলাকাবাসী।
সম্প্রতি বাসন্তীতে সভা করতে যান চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীদেরই একাংশ। তখন থেকে গ্রামে দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল। বিধায়ক শ্যামল মণ্ডলের বিরুদ্ধেই অভিযোগ ছিল। আমঝারা গ্রাম পঞ্চায়েতে কিছুদিন আগেও গণ্ডগোল হয়।
আরও পড়ুন: ভাঙড়ে অশান্তির ঘটনায় গ্রেফতার পাঁচ তৃণমূল কর্মী
শনিবার বোমা বিস্ফোরণের ঘটনা নিয়ে বিধায়ক শ্যামল মণ্ডল দাবি করেছিলেন, এর মধ্যে রাজনীতির কোনও সম্পর্ক নেই। দুষ্কৃতীরা এই কাজ করেছে। পুলিশ প্রশাসনকে গ্রেফতারির দাবিও তোলেন তিনি। এদিকে পুলিশ সূত্রে খবর, ধৃত মনিরুল খান ও আব্দুল মজিদ খান নিজে তৃণমূলের লোক বলে স্বীকার করে নিয়েছেন।