IPL-এর প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিট্যালস। কিন্তু হারতে হয় দিল্লিকে। যদিও প্রথম ম্যাচের পরাজয় নিয়ে খুব একটা চিন্তিত নয় দলের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচে হার নিয়ে খুব একটা ভয় পাওয়ার প্রয়োজন নেই।
কী বললেন সৌরভ?
সম্প্রতি একটি সাংবাদিক বৈঠক করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সেখানে বলেন, সবে মাত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। মরশুম শুরুর আগে সবাই কঠোর পরিশ্রম করেছেন। প্রত্যেক খেলোয়াড় ভালো খেলবে বলে আশাবাদী তিনি।
সেসময় প্রথম ম্যাচের পরাজয় নিয়েও মুখ খোলেন তিনি। তাঁর বক্তব্য, ইশান্ত শর্মার চোটের কারণেই ওই ম্য়াচ হারতে হয়েছিল।