বড়দিনে কাটোয়া স্টেশনে ট্রেনের কামরায় আগুন। রবিবার সকালে গুয়াহাটি-কলকাতা স্পেশ্যাল ট্রেনটি (Guwahati-Kolkata Special Train) কাটোয়া স্টেশনে ঢোকার আগে এসি কামরা B-1 থেকে ধোঁয়া বেরতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। সঙ্গে সঙ্গে খবর যায় রেল পুলিশে(Rail Police)। এরপর ট্রেনটিকে প্রায় দেড়ঘণ্টা দাঁড় করিয়ে রেখে স্টেশনেই আগুন নেভানোর চেষ্টা চলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেনটি কলকাতার উদ্দেশে রওনা দেয়। তবে কীভাবে আগুন লাগল, তা তদন্ত করার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ(Fire in TRain Coach)।
কাটোয়ার(Katwa Station) স্টেশনমাষ্টার জানান, দুটি কামরার মধ্যে অল্টারেশনের জায়গায় আগুন লেগে যায়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লাগে বলে ধারণা রেলের। দুপুর ১২ টা ১৫ মিনিট থেকে ১টা ৩৬ মিনিট পর্যন্ত চলে আগুন নেভানোর কাজ।
আরও পড়ুন- Christmas Celebration: রাজ্যজুড়ে উৎসবের মেজাজে বঙ্গবাসী, শিলিগুড়ি-বর্ধমান-ঝাড়গ্রামে উপচে পড়ছে ভিড়
হাতের কাছে থাকা স্পঞ্জ, পাউডার দিয়ে আগুন নেভানো হয়। এরপর ট্রেনটির ফিটনেস পরীক্ষা (Fitness test) করেন রেলের ভারপ্রাপ্ত আধিকারিকরা। তাঁদের রিপোর্ট মেলার পর ট্রেনটি ফের কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।