ভর সন্ধ্যায় কলকাতা জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে (Indian Museum) গুলি চলল। আচমকা এক সিআইএসএফ জওয়ান এলোপাথাড়ি গুলি চালায়। এই ঘটনায় সিআইএসএফ-এর এক জওয়ান মারা গিয়েছেন। এক পুলিশ আধিকারিক গুলিবিদ্ধ হয়েছেন।
গোটা ঘটনায় কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই পার্ক স্ট্রিট থানা থেকে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। এলাকাটি পুলিশ ঘিরে ফেলে।
CWG 2022: ইংল্যান্ডকে হারিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটের ফাইনালে ভারত
জানা গেছে, কর্তব্যরত এক সিআইএসএফ জওয়ান এদিন হঠাৎ তাঁর বন্দুক থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। তিনি তাঁর একে ৪৭ বন্দুক থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালান। যিনি গুলি চালিয়েছেন তিনি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) ইউনিট হেড। কেন তিনি এমন আচরণ করলেন সে প্রশ্নের জবাব মেলেনি এখনও। তবে ঘটনার ঘণ্টা দেড়েক পর তিনি আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, কিছুদিন আগে পার্ক সার্কাসেও কলকাতা পুলিশের সশস্ত্র বাহিনীর এক কর্মীও এমন ঘটনা ঘটিয়েছিল।