দেহরক্ষী হিসাবে দীর্ঘদিন অনুব্রত মণ্ডলের ‘ছায়াসঙ্গী’ ছিলেন সায়গল হোসেন। গরু পাচার মামলায় বিচারাধীন বন্দি হয়ে এই মুহূর্তে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন দু’জনই। শারীরিক অসুস্থতার জন্য বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতার ঠাঁই হয়েছে জেলের মেডিক্যাল ওয়ার্ডে। আর সাধারণ সেলে রয়েছেন সায়গল। জেল সূত্রে খবর, অনুব্রতর ওয়ার্ডে ঠাঁই নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন সায়গল।
আসানসোল জেলে রয়েছেন অনুব্রত। একাধিক শারীরিক অসুস্থতার জন্য তাঁকে জেলের মেডিক্যাল ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁর সঙ্গে ওই ওয়ার্ডে রয়েছেন আরও ৬ জন। সেখানে ঠাঁই নেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সায়গল, এমনই সূত্রের খবর। জেলা হাসপাতালে চেক আপের পর মেডিক্যাল ওয়ার্ডে রাখা হয় অনুব্রতকে। এর কয়েকদিনের মধ্যেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গলকে। জেল সূত্রে খবর, তাঁর পেটের গণ্ডগোল হয়েছে। খাবার হজমেও সমস্যা হচ্ছে বলে তিনি চিকিৎসকদের জানিয়েছেন। যা দেখে ওয়াকিবহাল মহল বলছে, যেনতেন প্রকারেণ ‘গুরু’র ওয়ার্ডে পৌঁছতে চাইছেন সায়গল।
আরও পড়ুন- Gold recovered in Kolkata: কলকাতা বিমানবন্দরে সোনাসহ আটক ১, উদ্ধার প্রায় দেড় কেজি সোনা
বৃহস্পতিবার অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষা করানো হয় আসানসোল জেলা হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অনুব্রতের ওজন ১০৯.৯ কেজি। সে দিন অনুব্রতের রক্তে অক্সিজেনের মাত্রা ছিল প্রায় ৯৮ শতাংশ। প্রতি ডেসিলিটার রক্তে শর্করার মাত্রা ছিল ১২৭ মিলিগ্রাম। রক্তচাপ ছিল ১৪০/১০০, যা স্বাভাবিকের থেকে বেশি। তবে ‘বডি মাস ইনডেক্স’ অনেকটাই বেশি বলে চিকিৎসকেরা জানান। সংশোধনাগারের সুপার কৃপাময় নন্দী বলেন, “তেমন প্রয়োজন হলে নিশ্চয় ফের ওঁকে চিকিৎসককে দেখানো হবে।”